ইচ্ছা ছিল, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা। এরপর তাকে কিছু বলা। এজন্য নিউইয়র্কের মধ্যবর্তী ম্যানহাটানে অবস্থিত ৬৪তলা ট্রাম্প টাওয়ারে উঠার চেষ্টা করেন। দড়ি ও এক ধরনের বাটির সাহায্যে ২১তলা পর্যন্ত উঠে বাড়িতে পাও রেখেছিলেন, তবে এতটুকুই। নিচে দর্শকদের ভিড় পড়ে যাওয়ার পুলিশের কাছে খবর চলে যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে চলে এসে তাকে নিচে নামিয়ে আনেন। এখন পুলিশি পাহারায় তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভার্জিনিয়া থেকে আসা ওই যুবকের দাবি, তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করে তাকে কিছু বলতে চান। তবে পুলিশির দাবি, তার কোনো খারাপ কোনো উদ্দেশ্য আছে।
বিবিসি বলছে, ওই ট্রাম্প টাওয়ারেই বাস করেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। কিন্তু এদিন তিনি বাসায় ছিলেন না।
যদিও ট্রাম্প টাওয়ারে ওঠার আগে ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে ওই যুবক দাবি করেন, আমি একজন স্বাধীন গবেষক এবং ট্রাম্পকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য ট্রাম্পের সঙ্গে দেখা করা প্রয়োজন।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৬/মাহবুব