স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মুম্বাই বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার এক জ্যেষ্ঠ পাইলটকে গ্রেফতার করা হয়েছে।
এনডিটিভি বলছে, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় তার চেক-ইন ব্যাগ ও হাত ব্যাগে ৬০০ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ রুপি।
ভারতীয় শুল্ক বিভাগের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত পাইলটের কাছ থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণ চোরাপথে ভারতে আনা হয়েছে।
পরে জ্যেষ্ঠ ওই পাইলটকে জামিনে মুক্তি দেওয়া হয়।
ভারতীয় শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি সব উড়োজাহাজের ক্রু-কে নিয়মিত তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ