মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে দেয়াল তুলে দেয়ার ব্যাপারে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সীমান্তে অবৈধ অভিবাসীদের আটকে রাখার জন্য বন্দি শিবিরের জায়গা বাড়ানোরও ঘোষণা দিয়েছেন সদ্য দায়িত্বগ্রহণ করা এই মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবৈধ অভিবাসীদের সহায়তায় যে অর্থ বরাদ্দ রয়েছে তাও পুরোপুরি বন্ধ করে দেয়ার আদেশ দিয়েছেন ট্রাম্প। তার দাবি, সকল অপরাধী, মাদক চোরাকারবারি আর গ্যাং মেম্বারদের যুক্তরাষ্ট্রের মাটি ছাড়া করবেন তিনি।
নির্বাচনি প্রতিশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গেলে তিনি অনেকগুলো বিষয়ে ১০০ দিনের মধ্যে ব্যবস্থা নেবেন। তার মধ্যে মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে দুই হাজার মাইল লম্বা একটি দেয়াল তৈরি ছিলো অন্যতম।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব