প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।
এর আগে ক্রেমলিন জানিয়েছিল, এ দুই নেতার মধ্যে আলাপের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে এখন ট্রাম্প ও পুতিন প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৭/হিমেল