প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অরক্ষিত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেই যাচ্ছেন। খবর নিউ ইয়র্ক টাইমসের।
আমেরিকান সরকারের পক্ষ থেকে শপথ গ্রহণের আগের দিনই তার আগের ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে একটি নতুন নিরাপদ ডিভাইস ব্যবহার করতে বলা হয়। কিন্তু ট্রাম্প টুইট করার জন্য এখনও তার পুরানো ফোনটিই ব্যবহার করছেন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে লেখক ম্যাগি হাবেরম্যান লিখেছেন “ট্রাম্পের স্ত্রী মেলানিয়া তাদের ১০ বছর বয়সী ছেলে ব্যারন-কে নিয়ে রবিবার রাতে নিউ ইয়র্ক গেছেন। আর তাই এখন ট্রাম্পের সঙ্গী টেলিভিশন আর পুরানো অরক্ষিত অ্যান্ড্রয়েড ফোন,” ।
মঙ্গলবার রাতে শিকাগোতে গুলিবর্ষণের ঘটনা নিয়ে ট্রাম্প তার অরক্ষিত অ্যান্ড্রয়েড ফোন থেকেই টুইট করেছেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২