শরণার্থীদের প্রতি বিরূপ মনোভাব দেখানোয় ট্রাম্পের তীব্র বিরোধিতা করলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। ট্রাম্পের এই সিদ্ধান্ত তার হৃদয় ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন মালালা।
জানা যায়, শুক্রবারই সাতটি মুসলিম দেশের শরণার্থীদের উপর ১২০ দিনের জন্য আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। তার পরই সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মালালা এবং জাকারবার্গ। দুর্বল মানুষ শরণার্থীরা কী করে কারো বিপদ হতে পারেন? এই ভাবে আশ্রয়হীন করে না দেওয়ার আর্জি জানিয়ে মালালা বলেন, আজ থেকে হিংসা এবং যুদ্ধের শিকার হওয়া সমস্ত শিশু ও তাদের বাবা-মার জন্য আমেরিকা দরজা বন্ধ করে দিল। আমি মর্মাহত। আমেরিকা চিরকালই শরণার্থীদের সাদরে অভ্যর্থনা জানিয়ে এসেছে। এ দেশে এসে তারা নতুন জীবন ফিরে পেয়েছেন। বিশ্বের কাছে যে তা আমেরিকার গর্বের বিষয় ছিল তা-ও ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন মালালা। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার