শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাস সত্যার্থীর চুরি যাওয়া নোবেল পুরস্কারের 'রেপ্লিকা' ও মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গাজিয়াবাদ ও দিল্লির সঙ্গমবিহারের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ওইসব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার কৈলাশ সত্যার্থীর দিল্লির বাসভবন থেকে চুরি যায় তার নোবেল পুরস্কারের রেপ্লিকা। নোবেল পদকের রেপ্লিকার পাশাপাশি চুরি যায় বেশকিছু দামি জিনিসপত্র।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে প্রকাশ, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সত্যার্থীর নোবেল রেপ্লিকাসহ চুরি যাওয়া সব মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতারও করা হয়েছে।
কৈলাশ সত্যার্থীর আসল পদকটি রয়েছে রাষ্ট্রপতি ভবনে। তিনি নোবেল পদকটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করায় তা রাখা হয়েছে রাইসিনা হিলসের মিউজিয়ামে।
শিশুদের নিয়ে কাজ করার স্বীকৃতি-স্বরূপ ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মান জানানো হয় সত্যার্থীকে। তার সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পান পাকিস্তানের মালালা ইউসুফ-জাই।
বিডি-প্রতিদিন/এস আহমেদ