পাকিস্তানের একটি টিভি চ্যানেলের চিত্রগ্রাহককে গুলি করে খুন করা হল। নিহতের নাম তাইমুর। ঘটনার জেরে তীব্র আলোড়িত দেশটির সংবাদ মাধ্যম। দেশটির করাচির নাজিমাবাদ এলাকার একটি মলের সামনে আক্রান্ত হয় বেসরকারি টিভি চ্যানেলের গাড়ি। খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। একটি গুলি মাথায় লাগে তাইমুরের। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
পাকিস্তানের পুলিশ জানিয়েছে, নিহত তাইমুর ‘সামা টিভি’-র সঙ্গে যুক্ত ছিলেন। নাজিমাবাদ এলাকায় পুলিশের গাড়ি আক্রান্ত হওয়ার ছবি তুলতে গিয়েছিলেন তিনি। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাকিস্তানের বাণিজ্য নগরী তথা দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর করাচি বরাবরই অপরাধ প্রবণ এলাকা। এই শহরে প্রকাশ্যে খুন করা হয়েছে মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের। ২০১৪ সালে বেসরকারি টিভি চ্যানেলের তিন কর্মীকেও খুন করা হয়। ঘটনার দায় নিয়েছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান। সেই রেশ ধরেই এবার চিত্রগ্রাহককে খুন করা হল। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার