ইয়েমেনের পশ্চিম উপকূলে রাতে ছড়িয়ে পড়া ব্যাপক সংঘর্ষে বিদ্রোহী ও সরকারি সৈন্যসহ ২০ জন নিহত হয়েছে।
সোমবার হাসপাতাল ও সরকারি সূত্র একথা জানায়।
সরকারি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার একদিন পর উপকূলীয় মিদি ও মোখা শহরে নতুন করে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্র জানায়, সেখানে সংঘর্ষে আজ সকাল পর্যন্ত ১৪ হুতি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির অনুগত ছয় সৈন্য নিহত হয়েছে।