যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে ভারতীয় মালিকানাধীন একটি পানশালায় গুলিতে একজন ভারতীয় যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক ভারতীয় যুবক। স্থানীয় সময় বুধবার রাতে ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম শ্রীনিবাস কুচিভোতলা। সে পেশায় একজন প্রকৌশলী। আহত যুবকের নাম অলোক মাদাসানি।
এনডিটিভির খবরে বলা হয়, এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তি অবসরপ্রাপ্ত মার্কিন নৌসেনা বলে জানিয়েছে কানসাস পুলিশ। অ্যাডাম পিউরিনটন (৫১) নামের ওই নৌসেনা ইরাকে মার্কিন অভিযানে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানায়, ঘটনার সময় ওই মার্কিন নৌসেনা মদ্যপ ছিলেন। তিনি ওই সময় পানশালায় বসে বর্ণবাদী আচরণ করছিলেন। একপর্যায়ে পানশালার কর্তৃপক্ষ তাকে মাতলামি বন্ধ করতে বললে তিনি ওই দুই ভারতীয়কে বলেন, ‘আমার দেশ ছেড়ে বেরিয়ে যাও’। এরপরই উঠে এসে তিনি ওই দুই ভারতীয়কে গুলি করেন।
ঘটনার পর পরই অ্যাডাম পিউরিনটনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ