অভিবাসী ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতির বিষয়ে 'উদ্বেগ' ও 'ক্ষোভ' প্রকাশ করেছে মেক্সিকো। মেক্সিকো সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাথে আলোচনায় মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এই উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
ট্রাম্পের পররাষ্ট্র নীতির কারণে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার এবং বহিস্কার শুরু করেছে। আর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বড় অংশই এসেছে মেক্সিকো থেকে। সেই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মন্ত্রী মেক্সিকো সফরে রয়েছেন।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিডেগারায় বলেছেন, তাদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণযোগ্য নয়।
মেক্সিকোর সাথে সীমান্তে দেয়াল তুলে দেয়ার যে কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন, তা নিয়েও মেক্সিকো ক্ষোভ প্রকাশ করে আসছে।
তবে, মার্কিন মন্ত্রীরা বলেছেন, অবৈধ অভিবাসীদেরকে গণহারে ধরে দেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটবে না এবং এ ধরণের কোনো অভিযানে সেনাবাহিনীকেও ব্যাবহার করা হবে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ