লিবিয়ায় ইউরোপ অভিমুখী জাহাজের একটি কন্টেইনার থেকে ১৩ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে এক কিশোর ও এক কিশোরী রয়েছে। কন্টেইনারের মধ্যে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে। এসময় ৫৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার ত্রাণ কর্মকর্তারা এসব কথা জানান।
লিবিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) তাদের ওয়েবসাইটে জানায়, আফ্রিকান এসব অভিবাসন প্রত্যাশী ‘চারদিন’ ধরে ওই কন্টেইনারে আটকা পড়াবস্থায় ছিল।
সেখান থেকে জীবিত উদ্ধার করা কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।
লিবিয়া রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মাদ আল-মিসরাতি এএফপিকে বলেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলীয় শহর খোমস থেকে মঙ্গলবার এসব অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম