ভারতে ভ্যালেন্টাইন দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে বখাটেদের দ্বারা শারীরিক ও মানসিক লাঞ্ছনার শিকার যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ওই যুবকের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে লিখে গেছেন, 'ওইদিনের অপমান সইতে না পেরেই চলে গেলাম।'
বৃহস্পতিবার ভারতের কেরালার পালাকার জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, কল্লামের সমুদ্রতীরে ভ্যালেন্টাইন দিবসে ওই যুবক তার মেয়ে বন্ধুকে নিয়ে সময় কাটাচ্ছিল। এমন সময় পাঁচ যুবক তাদের ঘিরে ধরে নানা অশ্লীল কথাবার্তা বলতে থাকে। বিশেষ করে যুবকের প্রেমিকাকে নানা ধরণের অশ্লীল কথা বলে লাঞ্ছিত করে বখাটেরা। এই ঘটনার আবার ভিডিও ধারণ করে তারা। পরে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়। বখাটেরা যুবকের মেয়ে বন্ধুর শ্লীলতাহানিরও চেষ্টা চালায়। সে সময় যুবক বাধা দিলে বখাটেরা তাকে বেদম মারধর করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ