ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দাবি করেছেন, 'কাশ্মীরের একটি অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান। কাশ্মীরের গোটা ভূখণ্ডই ভারতের অংশ।' লোকসভায় বুধবার প্রশ্নোত্তর পর্বে সুষমা স্বরাজ ওই মন্তব্য করেন। খবর আনন্দবাজারের।
সুষমা স্বরাজ বলেন, গোটা পাক-অধিকৃত কাশ্মীরই আমাদের। এ ব্যাপারে লোকসভা এবং রাজ্যসভায় প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। কেউ যদি মনে করেন যে, বিজেপি সরকার নিজেদের ভূখণ্ডের উপরে অধিকার ছেড়ে দেবে তবে তিনি মারাত্মক ভুল করছেন। কেবল সংসদের প্রস্তাব নয়, কাশ্মীর নিয়ে আমাদের সরকারের নিজস্ব অঙ্গীকার আছে।
এদিকে, ভারত-পাকিস্তানের সমস্যা মেটাতে মধ্যস্থতা করতে মঙ্গলবার আগ্রহ দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকায় নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত ইজাজ আহমেদ ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।কিন্তু ভারত জানিয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসে মদদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে আন্তর্জাতিক সংগঠন যদি চাপ দেয় তবে তারা সেটিকে স্বাগত জানাবে। অন্য দ্বিপাক্ষিক আলোচনা তখনই সম্ভব যখন পরিবেশ সন্ত্রাসমুক্ত হবে।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল, ২০১৭/ফারজানা