ভারতের বিহার রাজ্যের মুসলিম অধ্যুষিত কেলাবারি ফুলবারিয়া গ্রামের নাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারের উত্তর-পূর্ব প্রান্তের পূর্ণিয়া জেলার কসবা থানার অধীন মোহানিয়া গ্রামপঞ্চায়েতে অবস্থিত এই কেলাবারি ফুলবারিয়া গ্রাম। পাশের রাজ্য পশ্চিমবঙ্গের গা ঘেঁষা চারটি জেলার (কেলাবারি ফুলবারিয়া, আরারিয়া, কাটিহার, কিষাণগঞ্জ) প্রতিটিতেই ৩৫ শতাংশের বেশি মানুষ মুসলিম সম্প্রদায়ের।
গত ১ এপ্রিল এই কেলাবারি ফুলবারিয়া গ্রামের বাসিন্দাদের একটি বৈঠক হয়, সেখানেই একটি মন্দির স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রেক্ষিতেই বৈঠকে উপস্থিত একটি পক্ষ গ্রামের নাম যোগী আদিত্যনাথের নামে নামকরণের প্রস্তাব দেন এবং সঙ্গে সঙ্গেই ধ্বনিভোটে সেই প্রস্তাব অনুমোদিত হয়ে যায়।
গ্রামের এক সমাজসেবী রাজীব কুমার জানান, ‘বৈঠক শেষে ওই গ্রামের মানুষরাই গ্রামের নাম এবং একটি মন্দির স্থাপনের বিষয়ে সম্মতি জানিয়ে তাদের একটি পিটিশনে স্বাক্ষর দেন’।
মন্দির নির্মাণের জন্য জমি দেওয়া শিবশঙ্কর সরকার নামে এক গ্রামবাসী জানান, ‘আমাদের গ্রামের নাম যোগীর নামে রাখার পিছনে কোন ভুল দেখছি না। যোগীজি একজন ভাল নেতা এবং উত্তরপ্রদেশের জন্য অনেক ভাল করছেন। তাছাড়া আমরা মনে করি যোগীজি খুব সৎ ও পরোপকারী’। শিবশঙ্কর আরও জানান, ‘গ্রামের নতুন নামকরণের বিষয়টি নিয়ে কোন গ্রামবাসীই বিরোধীতা করেনি, বরং সবাই একে সমর্থন করেছে। গ্রামের নাম পরিবর্তনের বিষয়ে শীঘ্রই আমরা স্থানীয় সার্কেল অফিসার ও পূর্ণিয়ার জেলাশাসককে গ্রামবাসীর স্বাক্ষর করা পিটিশন জমা দেব।'
এবিষয়ে স্থানীয় সার্কেল অফিসার অমর কুমার ভার্মা জানান, ‘গ্রামের নাম পরিবর্তন করাটা খুব একটা সহজ বিষয় নয়, এর জন্য অনেক প্রক্রিয়া শেষ করতে হবে’।
কেলাবেরিয়া ফুলবারি গ্রামটি যে বিধানসভার অন্তর্গত সেই কসবা কেন্দ্রের এক বয়স্ক বাসিন্দা জানান, বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক হলেন কংগ্রেসের এক মুসলিম নেতা। এই নাম পরিবর্তনের পিছনে বিজেপি সমর্থকদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে’।
তবে মন্দির নির্মানের জন্য গ্রামের একাধিক জায়গায় ইতোমধ্যে পোস্টারও পড়েছে যেখানে গ্রামের নাম ‘যোগী আদিত্যনাথ’ হিসাবে উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ