ভারতের হিমাচল প্রদেশের সিমলায় যাত্রীবাহীবাস নদীতে পড়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে সিমলার প্রত্যন্ত নেরওয়া এলাকার তমসা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
তবে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। বাসটিতে ৫৬জন যাত্রী ছিল বলে জানা গেছে।
সূত্র জানায়, বুধবার ভোরে এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার কার্যে পৌঁছে যায় সিরমার পুলিশ টিম। সিমলা, এসপি, ডিডব্লিউ নেগি জানিয়েছেন, একটি বেসরকারি বাস সিরমার সীমান্তের কাছাকাছি সিমলার নেরওয়া এলাকায় তমসা নদীতে বাস পড়ে যায়। এতে অনেকের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম