ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতের মধ্যে এক কিশোর ও ক্রিস্টোবাল নামে একজন নারী রয়েছেন। রাজধানী কারাকাসে বিক্ষোভকালে ওই কিশোর নিহত হন। আর ক্রিস্টেবাল নিহত হন কলম্বিয়া সীমান্তের নিকটবর্তী শহর সান এলাকায়।
অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ ঘটনায় নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী ও দেশটির ন্যাশনাল গার্ডের এক সার্জেন্টও রয়েছেন।
এর আগে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে ভেনেজুয়েলার রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী নেমে আসেন। একই সঙ্গে তারা বিরোধী দলের নেতাদের মুক্তিরও দাবি করেন।
সূত্র: বিবিসি ও রয়টার্স
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ই জাহান