থাইল্যান্ডের সহিংসতাপূর্ণ দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়েছে। বোমাটি এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার সময় বিস্ফোরিত হয়। আজ বৃহস্পতিবার সামরিক বাহিনীর উপ-মুখপাত্র কর্নেল উতানাম পেচমোয়া এ তথ্য জানান।
তিনি বলেন, সঙ্খলা প্রদেশের সাবাওই জেলায় স্থানীয়ভাবে তৈরি এ বোমা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হলে এ দুই জঙ্গি নিহত হন।
উতানাম আরও বলেন, ‘তারা দু’জনই মোটর সাইকেলে ছিলেন। আমরা তাদের ব্যাপারে তথ্য পেয়েছি, তারা স্থানীয় জঙ্গির অনুসারি ছিল।’
বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম