কাশ্মীরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে চলা সমস্যার মাঝ পথেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রতিবেশী দেশগুলির সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য এক উচ্চপর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন।
সূত্রের খবর, এই বৈঠকে বৈদেশিক ক্ষেত্রের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার কথা সেখানে উঠে আসে, যার মধ্যে ভারত এবং আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয়টিও ছিল। এই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেক্য এই বৈঠকের আয়োজন এমন এক সময় করা হয় যখন, কাশ্মীরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। দু-দেশই এই চুক্তি লঙ্ঘনের বিষয়ে একে অপরের দিকে আঙুল তুলছে।
বিডি-প্রতিদিন/ ৩০ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২