সম্প্রতি একজন ইসরায়েলি নারী সেনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে চলুন জেনে নেওয়া যাক ইসরাইলের সেই নারী সেনা সম্পর্কে-
১) এই ইজরায়েলি সেনার নাম কিম মেলিবোসকি।
২) কিমের বয়স ২২বছর।
৩) কিম তার বন্ধুবান্ধবদের সঙ্গে তার বেডরুম থেকেও ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন।
৪) বেশিরভাগ ছবিতেই কিমকে বিকিনি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে।
৫) ইজরায়েলে প্রত্যেক নাগরিকের সেনাতে কাজ করা আবশ্যিক।
৬) পুরুষদের ২বছর ৮মাস এবং মহিলাদের ২বছর সামরিক ক্ষেত্রে কাজ করতে হয়৷
৭) বিকিনি এবং সানগ্লাস পরে কিমকে কেউ সেনা ভাবতেই পারবেন না।
৮) এর পাশাপাশি সেনার পোশাকেও কিম তার ছবি প্রকাশ করেছেন।
৯) ইনস্টাগ্রামে কিমের জনপ্রিয়তাও যথেষ্টই৷ প্রায় ২০,০০০ফলোয়ার্স রয়েছে তার৷ তার সব ছবিতেই কমেন্টেসর বন্যা বয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ৭ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮