আমেরিকায় গত ১০ বছরে ২৫ লাখেরও বেশি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে। বার্ষিক হিসেবে যা আড়াই লাখের মতো। মার্কিন বিচার বিভাগ গত সপ্তাহে প্রকাশ করেছে উদ্বেগজনক এ তথ্য। বিচার বিভাগের নথিতে বলা হয়েছে, বেশিরভাগ বিদ্বেষমূলক অপরাধের তথ্য পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে জানানোই হয়নি।
তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত যত বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে তার ৫৪ ভাগের রিপোর্ট হয়নি পুলিশ-প্রশাসনে। ৪৪ ভাগ ভিন্নভাবে মোকাবেলার প্রয়াস নেয়া হয়। অর্থাৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাথে সম্পর্ক নেই-এমন সংস্থা অথবা ব্যক্তির মাধ্যমে সেগুলোর ফয়সালা করা হয়েছে বলে বিচার বিভাগ জানতে পেরেছে।
বিচার বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী, বিদ্বেষমূলক অপরাধের ৯০ ভাগ ছিল খুবই গুরুতর। চার কারণে হেইট ক্রাইম হচ্ছে। ধর্ম, বর্ণ, জাতীয়তা, লিঙ্গ, বিকলাঙ্গ ইত্যাদি কারণে হেইট ক্রাইম সংগঠিত হয়। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ভিকটিমের ৩৩ ভাগ বলেছেন যে, তারা আক্রান্ত হয়েছেন শুধু সম্প্রদায়গত কারণে। ২৯ ভাগ বলেছেন যে তারা আক্রান্ত হয়েছেন লিঙ্গ পরিচয়ের কারণে। অপরদিকে, ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত সময়ে আক্রান্তদের ৬২ ভাগ বলেছেন যে, তারা বর্ণের কারণে হামলার শিকার হন। সে তুলনায় ২০১৫ সাল পর্যন্ত ৫ বছরে কিছুটা কমেছে (৪৮ ভাগ)।
আমেরিকায় বিদ্বেষমূলক সহিংসতার হার বেড়েছে উপ-শহর এলাকায়। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে হরদম ঘটছে। নারী-পুরুষ সমহারে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৬ ভাগ বলেছেন যে, তারা আক্রমণকারিকে চেনেন না।
বিডি প্রতিদিন/৮ জুলাই, ২০১৭/ফারজানা