যুক্তরাষ্ট্রের আলাস্কা বিমানবন্দরে সাধারণ যাত্রী হিসেবে যিনি বসে রয়েছেন এক ব্যক্তি। কয়দিন আগেও যিনিও নিশ্ছিদ্র নিরাপত্তার ছাদরে ঘেরা থাকতেন তিনি এখন সাধারণ যাত্রী। তিনি বারাক ওবামা। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট।
আসলে ছুটি কাটাতে একটি প্রাইভেট ফ্লাইটের অপেক্ষায় বসে ছিলেন বারাক ওবামা। এসময় ঘটলো মজার ঘটনাটি ভ্রমণের উদ্দেশে বাচ্চাকে নিয়ে ওই বিমানবন্দরে গিয়েছিলেন এক মা। বিমানের অপেক্ষায় থাকার সময় দূরে বসে থাকা এক ব্যক্তির প্রতি তার চোখ আটকে যায়। দূর থেকে দেখে ঠিক বিশ্বাস হচ্ছিল না! কৌতূহলে তাই নিজেই কিছুটা এগিয়ে গেলেন। আর গিয়ে দেখলেন, যা ভেবেছিলেন তাই! কিন্তু কাছে গিয়েও জোলেনে জ্যাকিনস্কাই নামের সেই মার বিশ্বাস হচ্ছিল না, নিরাপত্তার বেড়াজালে যার কাছেও ঘেঁষা যেত না, তিনিই কিনা মাত্র কয়েক হাত সামনে বসে আছেন!
দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে ভুল করেননি নিউ হেলেন নামক ছোট্ট একটি গ্রামের এই বাসিন্দা। ছুটি কাটাতে তিনি গ্রামে গিয়েছিলেন। আর সেখানেই কিনা তিনি ওবামার দেখা পেলেন?
ওবামার সঙ্গে তার ৫ মিনিটের সাক্ষাৎপর্ব চলে। সে সময় ওবামা জানতে চান, সঙ্গে থাকা এই মিষ্টি মেয়েটি কে? জানেন তার নাম গিসেলে। ছোট্ট গিসেলেকে অনেক আদরও করেন ওবামা। এ সময় জোলেনের সঙ্গে বাচ্চারা কত দ্রুত বড় হয়ে ওঠে সে বিষয়েও কথা হয় তার।
বাচ্চাকে নিয়ে ওবামার সঙ্গে সেলফি তোলেন জোলেনে। অনেক মজার সেলফি তুললেও জীবনের সেরাটা বোধহয় এবারই তুললেন! তিনি যখন ছবি তোলেন তখন তার ৬ মাস বয়সের ফুটফুটে শিশুটি সাবেক মার্কিন প্রেসিডেন্টের কোলে!
বিমান কর্তৃপক্ষ অবশ্য জানতো না যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট সেখানে অপেক্ষা করছেন। বিমানবন্দরে গিসেলের বাবাও ছিলেন। কিন্তু জোলেনের সেলফি তোলার সময় সেখানে তিনি ছিলেন না। আসার পর ওবামা তাকে রসিকতা করে বলেন, আমি আপনার মেয়েটিকে নিয়ে যাচ্ছি।
পুরো সময়টাতে অবশ্য গিসেলে একদম শান্ত ছিল। ছোট্ট মানুষটির তো আর জানা নেই যে হাসিমুখের মানুষটি কে ছিলেন!
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/ ৯ জুলাই, ২০১৭/ ই-জাহান