ভারতের প্রথম ‘ওয়ার্ল্ড হেরিটেজ’বা বিশ্ব ঐতিহ্য শহর হিসেবে স্বীকৃতি পেল আমেদাবাদ। শনিবারই প্রায় ছয় শতাধিক বছরের পুরনো এই শহরটিকে ইউনেসকো’র ওয়ার্ল্ড হেরিটেজ সিটির মর্যাদা দেয়।
এদিন পোল্যান্ডের ক্রাকোউতে ইউনেসকো’র ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি (ডব্লিউএইচসি)-এর তরফে সরকারিভাবে আমেদাবাদের নাম ঘোষণা করা হয়। দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, তুরস্কসহ কমপক্ষে ২০টি দেশ আমেদাবদের পক্ষে ভোট দেয়। আমেদাবাদ শহরের স্থাপত্য ও ধর্মীয় সহবস্থানের কথা মাথায় রেখেই এই মর্যাদা পেয়েছে। এদিন ওয়ার্ল্ড হেরিটেজ শহরের দৌড়ে ছিল দেশটির রাজধানী দিল্লি ও বাণিজ্যিক নগরী মুম্বাই। তবে সবাইকে পিছনে ফেলে এই শিরোপা পেল আমেদাবাদ।
২০১০ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই নরেন্দ্র মোদি ইউনেসকো’র কাছে আমেদাবাদের ডসিয়ার পাঠান। গোটা বিশ্বে ২৮৭টি হেরিটেজ শহর থাকলেও ভারতীয় উপমহাদেশে এতদিন পর্যন্ত নেপালের ভকতপুর ও শ্রীলঙ্কার গল শহরই এই মর্যাদা পেয়েছিল। সেক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে তৃতীয় ওয়ার্ল্ড হেরিটেজ শহর হিসাবে স্বীকৃতি পেল আমেদাবাদ।
আমেদাবাদের এই সাফল্যের জন্য ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি প্রমুখ।
ইতিহাস প্রসিদ্ধ এই শহরে ৩৬টি স্থাপত্যশৈলী আছে, যেগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এছাড়াও রয়েছে প্রায় শতাধিক ’কলোনি’, যেগুলির বিশেষত্বই হল প্রাচীন স্থাপত্য। এক-একটি কলোনিতে এক-এক সম্প্রদায়ের বাস। পাশাপাশি গোটা শহরজুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতি।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৭/মাহবুব