ব্রিটেনে নিলামে উঠল নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের চারটি দুষ্প্রাপ্য ছবি। দাম উঠল ৭৫০০ পাউন্ড। যদিও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যা মূল্য অনুমান করা হয়েছিল তারচেয়ে কম মূল্যেই বিক্রি হয়েছে ছবিগুলি। প্রতিটিতে রয়েছে হিটলারের স্বাক্ষর ও তারিখ রয়েছে ১৯০০-এর।
কলকাতা টুয়েন্টিফোর'র খবর সূত্রে জানা যায়, আয়োজকরা দাবি করেন যে- তাদের অনুমান ছিল প্রতিটি ছবির জন্য ৫ থেকে ৭ হাজার পাউন্ড দাম পাওয়া যাবে। তাদের নিরাশ করে চারটি ছবির দাম উঠল যথাক্রমে মাত্র ১৬০০, ১৫০০, ২৪০০ ও ২০০০ পাউন্ড। আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে- এখনও রয়ে গেছে হিটলারের আঁকা দুই থেকে তিন হাজার ছবি। যেগুলিকে পরবর্তী সময়ে নিলামে তোলা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার