১৪ সেনা সদস্যকে গলা কেটে হত্যার দায়ে চার সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে গৃহযুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইয়েমেনের বিশেষ অপরাধ আদালত জানিয়েছে- অভিযুক্তরা আল-কায়েদা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখার সদস্য। ২০১৪ সালর আগস্টে ইয়েমেনের হাজরামাউত অঞ্চলে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায়। এবং ইয়েমেনের ১৪ সেনাকে গলা কেটে হত্যা করে তারা।
সানার আদালতের বিচারক মোহাম্মাদ মোফলেহ রায়ে বলেন, অভিযুক্তদের মৃত্যুদণ্ড জনসমক্ষে এবং নিহত ইয়েমেনি সেনাদের পরিবারের সদস্যদের উপস্থিতি কার্যকর করতে হবে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ কবলিত দেশ ইয়েমেনে গত কয়েক বছর ধরে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। ২০১৫ সালের মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি ও তার মিত্র দেশগুলো। তাদের হামলায় এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত ও প্রায় ১৬ হাজার আহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ মানুষ।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭/ ই জাহান