দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে জাহাজ ডুবির ঘটনায় ২০ ইরাকি নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানায়। খবর এএফপি’র।
আল-মেসবার নামের জাহাজটি শনিবার ইরাকি জলসীমায় একটি বিদেশি পতাকাবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়ার পর আট ইরাকি নাবিককে জীবিত ও চারজনের লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার জাহাজ উত্তোলনের পর আরও ১৬ জনের লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/২৪ আগস্ট ২০১৭/এনায়েত করিম