আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া মসজিদে শুক্রবার এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে জখম হয়েছেন আরও ৫০ জন।
দেশটির উপ-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিব দানিশ যদিও সরকারিভাবে এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে এক পুলিশকর্মী ছাড়াও রয়েছেন স্পেশাল ফোর্সের এক সদস্য।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, প্রার্থনার সময় মসজিদের ভিতরে ঢুকে প্রায় এক ঘণ্টা ধরে হামলা চলানো হয়। হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। তার মধ্যেই একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। প্রাণ ভয়ে মসজিদ ভবনের জানালা ভেঙে পালাতে গিয়ে অনেকেই জখম হয়েছেন।
ঘটনার পরপরই গোটা মসজিদ চত্বর ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। হতাহতদের উদ্ধারে রয়েছে ১০টি অ্যাম্বুলেন্সও।
কাবুল পুলিশের মুখপাত্র আবদুল বাসির মজাহিদ জানিয়েছেন, হামলাকারীদের একজনের শরীরে বিস্ফোরক বাঁধা ছিল। মসজিদের ভিতরেই সে বিস্ফোরণ ঘটায়।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/আরাফাত