মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টেক্সাসের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। আজ সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ সান্ড্যার্স এ কথা জানান।
তিনি বলেন,‘প্রেসিডেন্ট মঙ্গলবার টেক্সাস যাচ্ছেন। এ বিষয়ে আমরা কেন্দ্র ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছি।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
ক্যাম্প ডেভিডে অবকাশ যাপনের সময় ট্রাম্প দুর্যোগ মোকাবেলায় কেবিনেট সদস্যদের সাথে টেলি কনফারেন্সে আলোচনা করেন। এর পরপরই তার টেক্সাস সফরের কথা ঘোষণা করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প উপদ্রুত এলাকায় হাজার হাজার লোকের জীবন রক্ষা করায় উদ্ধার কর্মী এবং একই সাথে কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসনের সমন্বয়েরও প্রশংসা করেন।
উল্লেখ্য, টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে তিনজন প্রাণ হারান।
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৭/এনায়েত করিম