ফের বোমা বিস্ফোরণ, ঘটনাস্থল বাগদাদ। সোমবার সকালে ব্যস্ততম সময়ে, বাগদাদের বাজারে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা ২৮।
ইরাকি গণমাধ্যম ইরাক নিউজ জানায়, বাগদাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা ইউসুফিয়ায় পরপর দুটি ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রের খবর, সদর সিটির জামিলা মার্কেটে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পিছনে ইসলামিক স্টেটে্ সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। অনলাইনে আইএস এর দায় স্বীকার করেছে।
বিডিপ্রতিদিন/ ২৮ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান