ভারতের হরিয়ানা রাজ্যের কথিত ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিংকে নিজের দুই নারী শিষ্যাকে ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার আদালতের রায়ের পর রোহতক জেলার সুনারিয়া কারাগারে বিতর্কিত এই ধর্মগুরুর আনুষ্ঠানিক জেল জীবন শুরু হচ্ছে।
কারা সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক জেল জীবনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে রাম রহিম সিংকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে। চেকআপের পর তাকে জেলের পোশাক দেয়া হবে। এরপর জেলের আলাদা ঘরে শুরু হবে তার জেল জীবন।
এদিকে বিতর্কিত ধর্মগুরুর কারাদণ্ডের আদেশের পর তার অনুসারীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ডেরা চেয়ারপার্সন বিপাস্যনা ইনসান।
এর আগে সোমবার দুপুর আড়াইটায় রোহতক জেলার সুনারিয়া কারাগারে এ রায় দেন পাঁচকোলার বিশেষ সিবিআই আদালতের বিচারক জগদীপ সিং।
গত শুক্রবার ধর্মগুরু গুরমিতকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেন আদালত। ধর্মগুরুকে বিশেষ নিরাপত্তার জন্য পাঁচকোলা থেকে রোহতকের কারাগারে পাঠানো হয়। ওইদিন গুরমিতকে দোষী সাব্যস্ত করার পর ভক্তরা আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৩৮ জন নিহত এবং কয়েকশ' জন আহত হয়।
এ কারণে সোমবার প্রভাবশালী ধর্মগুরু গুরমিতের দণ্ড ঘোষণা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য আইনশৃংখলা বাহিনী।
নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে হরিয়ানা ও পাঞ্জাবের সহিংসতাপ্রবণ এলাকাগুলো। আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে গোটা উত্তর ভারত জুড়ে।
হরিয়ানা রাজ্যজুড়ে আধা সামরিক বাহিনীর ২৮ কোম্পানি সেনা নামানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৮ আগস্ট, ২০১৭/ ইমরান জাহান