মারণ ইঞ্জেকশন দিয়ে কমপক্ষে ৮৪ জন রোগীকে হত্যার অভিযোগ উঠল জার্মানির এক পুরুষ নার্স বা সেবকের বিরুদ্ধে। নিলস হোজেল নামে সেই পুরুষ নার্স ২০১৫ সাল থেকেই ৩০ জন রোগীকে একইভাবে হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।
এবার তার বিরুদ্ধে তদন্তে এই নতুন তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কমিশন তথা ব্রেমেন শহরের পুলিশ প্রধান জোহান কুয়েমি। সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘ দিন ধরেই মারণ ইঞ্জেকশন দিয়ে বহু রোগীকে হত্যা করেছে নিলস। আপাতত ৮৪ জনের সন্ধান মিলেছে, যাঁদের শরীরে বিষাক্ত ওষুধ পাওয়া গিয়েছিল যাতে তাঁদের হৃৎপিন্ড হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল বা শরীরে রক্ত প্রবাহ আচমকা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলেই তাঁদের মৃত্যু হয়েছিল।
সেই মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখছে কমিশন। এই নতুন অভিযোগের শুনানি শুরু হবে এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। কমিশনের অনুমান, শতাধিক মানুষকে এইভাবেই খুন করেছিল নিলস। তবে সবার তথ্য খুঁজে পাওয়া সম্ভব নয় বলেই মনে করছে তদন্ত কমিশন, কারণ, অধিকাংশেরই শেষকৃত্য হয়ে গেছে।
পুলিশ মনে করছে, অভিযোগ প্রমাণিত হলে জার্মানির অপরাধ ইতিহাসে সবচেয়ে নৃশংস এবং বড় সিরিয়াল কিলার নিলস হোজেলই হবে। পুলিস প্রধানের কটাক্ষ, এত মৃত্যু ঠেকানো যেত, যদি সেই সময়কার তদন্তকারী পুলিশ অফিসাররা দ্রুত তদন্ত সারতেন।
বিডি প্রতিদিন/ ২৯ আগস্ট, ২০১৭/ তাফসীর