অভিবাসী ইস্যুর পর আবার মার্কিন সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারই জের ধরে এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে দু'টি মামলা করেছে দেশটির মানবাধিকার গ্রুপ। গতকাল সোমবার সিয়াটল এবং বাল্টিমুরের ফেডারেল আদালতে মামলা দু'টি দায়ের করা হয়।
এর আগে, গত শুক্রবার তৃতীয় লিঙ্গের নিয়োগ নিয়ে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়। মামলার আর্জিতে বলা হয়, মার্কিন সংবিধান সবার সমান অধিকার নিশ্চিত করেছে। এই নিষেধাজ্ঞা সংবিধানের সেই নীতির লঙ্ঘন। বাল্টিমুরে মামলাটি করেছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এবং সিয়াটলে মামলা করেছে এলজিবিটি গ্রুপস ল্যাম্বডা লিগ্যাল অ্যান্ড আউট সার্ভ-এসএলডিএন।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৭/ওয়াসিফ