লিভারপুল জন লেনন বিমানবন্দরে জারি হল সতর্কতা৷ একটি বেনামী প্যাকেটকে ঘিরে এমন ঘটনার সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ খবর দেওয়া হয়ে বম্ব স্কোয়াডেও৷ কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় বিমান চলাচল৷
জানা গেছে, স্থানীয় সময় বিকেল ছ’টার সময় একটি বেনামী প্যাকেটকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ বিমানবন্দরের ভিতরে কয়েকজন যাত্রীর নজরে আসে প্যাকেটটি৷ এরপর সেটিকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে৷ তারা এদিক ওদিকে ছোটাছুটি শুরু করে দেন৷
এরপর বিমানবন্দরে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ বিমানবন্দর থেকে সমস্ত যাত্রীদেরকে সরিয়ে নেওয়া হয়৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে৷ স্থানীয় সময় রাত ৯টায় তারা এসে পৌঁছায়৷ ওই প্যাকটটিকে পরীক্ষা নিরীক্ষা করে তারা জানায় যে, ওটিতে বিস্ফোরক জাতীয় কোনও কিছু নেই৷
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ভুয়ো বোমাতঙ্কে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়৷ এমনকি প্রায় ১২টি বিমান বাতিল করে দেওয়া হয়৷ এর ফলে প্রায় হাজার খানেক যাত্রী সমস্যার সম্মুখীন হন৷
বিডি প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৭/ তাফসীর