ঈদুল আজহা উপলক্ষ্যে বিভিন্ন দেশের ৫৪৩ বন্দীকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত। মঙ্গলবার দুবাই কারাগার থেকে এসব বন্দীদের মুক্তিদানের আদেশ দেয়া হয়। বিভিন্ন দেশের নাগরিক বলে উল্লেখ করা হলেও মুক্তিপ্রাপ্তদের পরিচয় নির্দিষ্ট করে বলেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল এসাম ইসা আল হুমাইদান বলেন, ক্ষমার এ আদেশ মুক্তিপ্রাপ্তদের পরিবারে আনন্দের সঞ্চার করবে। এটা তাদের নতুনভাবে জীবন শুরু করতে সাহায্য করবে। মুক্তির আদেশ বাস্তবায়নের জন্য সরকারি প্রসিকিউশন আইনি প্রক্রিয়া শুরু করেছে।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৭/ফারজানা