ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের আচরণ বন্য পশুর মতো বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ বিচারক জগদীপ সিং। দুই নারী শিষ্যকে ধর্ষণের দায়ে গতকাল শুক্রবার কথিত এই ধর্মগুরুকে ১৫ লাখ রুপি করে মোট ৩০ লাখ রুপি জরিমানা করা হয়।
ওই সময় জগদীপ সিং বলেন, 'রাম রহিম একটা বন্য পশুর মতো কাজ করেছেন। যে ব্যক্তির মানবিকতা বলে কিছু নেই, যার স্বভাবে দয়ামায়া বলে কিছু নেই, তার প্রতি উদারতা দেখানো যায় না।একটা ধর্মীয় সংগঠনের প্রধান হিসেবে যে নিজেকে দাবি করেন, তার এই অপরাধমূলক কর্মকাণ্ডে দেশের অন্যান্য পবিত্র, আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক আর ধর্মীয় সংগঠনগুলোর ভাবমূর্তিতেও ধাক্কা লাগতে বাধ্য।
রায় ঘোষণার সময় আদালতে চিৎকার করে কাঁদছিলেন রাম রহিম। তিনি বলতে থাকেন, 'দয়া করে আমাকে ক্ষমা করে দাও... আমি নিষ্পাপ।'
বিহার রাজ্যের ডেরা সাচ্চা সওদার আশ্রমের গোপন ডেরায় নানা অপকর্ম চালাতেন রাম রহিম সিং। অঢেল অর্থ-বিত্ত ও দামি দামি গাড়িসহ আমোদ-প্রমোদের কোনো ঘাটতি ছিল না তার জীবনে। গত সোমবার তার ২০ বছর কারাদণ্ড দেয়া হয়। কারাগারের খাতায় তার কয়েদি নম্বর ১৯৯৭। ধর্মগুরু হয়, এই নামেই তাকে ডাকা হয় এখন।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৭/ফারজানা