মেক্সিকোর একটি বাড়ি থেকে মধ্য আমেরিকার ১৩৩ জন অভিবাসীকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার উদ্ধার হওয়াদের মধ্যে শিশুর সংখ্যা ৩৪। যুক্তরাষ্ট্রে পাচার করার আগে তাদেরকে সেখানে বন্দি করে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
অ্যাটর্নি জেনারেলের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় তাবাসকো রাজ্যের প্রত্যন্ত এলাকার একটি বাড়িতে ‘গাদাগাদি’ করে এসব অবৈধ অভিবাসীকে বন্দি করে রাখা হয়। তাদেরকে এল সালভেদর,গুয়েতেমালা ও হন্ডুরাস থেকে আনা হয়।
বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে।
অপহরণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিবাসীকে অভিবাসন কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৭/এনায়েত করিম