পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম অনজুম মুন্নের রাজা(৪০)। বৃহস্পতিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিল তিনি। সেই সময় দুস্কৃতিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। রাওয়ালপিন্ডির ব্যাংক রোডের কাছে এ ঘটনাটি ঘটে।
কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়েছে ঘটনা তদন্তকারীরা জানিয়েছেন, রাজার শরীরে ছ'টি গুলি পাওয়া গেছে। সেগুলো মাথা, কাধ, ঘাড়, পেট লক্ষ্য করে ছোঁড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। পাকিস্তানের এক প্রথম সারির সংবাদপত্রে জানানো হয়, নিহত রাজা ইসলামাবাদের উর্দু সংবাদপত্রে সাব এডিটরের কাজ করতেন। তার একটি পাঁচ বছরের সন্তানও রয়েছে। সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজার সঙ্গে কারোর কোন শত্রুতা ছিল না। এরকম হাই সিকিউরিটি জোনে খুন হওয়ার ঘটনায় তারাও বিস্ময় প্রকাশ করেছেন। পাকিস্তানের সাংবাদিকরা এই হত্যার তীব্র নিন্দা প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে সাংবাদিকদের যথাযথ নিরাপত্তা দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার