চীনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে ভারী কুয়াশার কারণে শনিবার হলুদ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা।
এ ব্যাপারে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানিয়েছে, আনহুই, ফুজিয়ান, হেনান, সিচুয়ান, হুবেই ও জিয়ানঝি প্রদেশের কয়েকটি এলাকায় ভারী কুয়াশা দেখা দিয়েছে।
আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হেনান, হুবেই, আনহুই ও শিচুয়ানের কোন কোন এলাকার দৃশ্যমানতা ২শ’ মিটারেরও বেশি কমে যাবে। পাশাপাশি গাড়ির চালকদের নিরাপদ গতিতে গাড়ি চালাতে ও বিমানবন্দর, ফ্রি-ওয়ে এবং নৌ বন্দরগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বলেছে সংস্থাটি।
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/৪ মার্চ, ২০১৮/ওয়াসিফ