বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। আর তারই জের ধরে আবারও যুক্তরাষ্ট্রকে প্রতিরোধের ঘোষণা দিল উত্তর কোরিয়া।
এ ব্যাপারে দেশটির বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যদি যুক্তরাষ্ট্র আগামী মাসে সামরিক মহড়া চালায় তাহলে উত্তর কোরিয়া তার নিজস্ব পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করবে।
উত্তর কোরিয়া মনে করছে, এই মহড়া কোরিয়া উপদ্বীপে শান্তির যে আবহ বইছে তা নস্যাৎ করবে। বর্তমানে আলোচনা চলছে দুই কোরিয়ার মধ্যে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/৪ মার্চ, ২০১৮/ওয়াসিফ