আর মাত্র এক পাউন্ড ওজন বাড়লেই মোটা মানুষের তকমা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবধান না হলে যে বিপদ আসন্ন, আর সেটা মাথায় রেখে প্রেসিডেন্ট ট্রাম্পকে রেড মিট খাওয়া ছাড়ার পরামর্শ দিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন। একই সঙ্গে নিয়মিত ব্যায়াম করার পরামর্শও দিয়েছেন তিনি।
আগে মার্কিন প্রেসিডেন্টের ম্যাক ডোনাল্ডসের বিগ ম্যাক ছাড়া চলত না। ইচ্ছে মত হ্যামবার্গার খেতেন তিনি। কিন্তু চিকিৎসকের পরামর্শের পর ট্রাম্প এখন বেশি করে খাচ্ছেন মাছ, সালাদ আর স্যুপ। হ্যামবার্গারের বদলে খাচ্ছেন চিজ বার্গার। ২ সপ্তাহ আগে শেষ হ্যামবার্গারটি খেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, নতুন মেনু পছন্দ হয়েছে ট্রাম্পের।
রনি জ্যাকসন বলেছেন, ট্রাম্পের ওজন ২৩৯ পাউন্ড, দৈর্ঘ্য ৬ ফুট ৩ ইঞ্চি। আর এক পাউন্ড ওজন বাড়লেই তাকে স্থূলকায়দের দলে ফেলা হবে। তাই এই মুহূর্তে কয়েক পাউন্ড ওজন কমানো দরকার। নির্দেশ মেনে ওজন কমাতে মন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। সূত্র: এবিপি আনন্দ
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব