সেন্ট্রাল ইংলিশ সিটি লেইসেস্টারে গত সপ্তাহে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিস্ফোরণের কারণ জানা না গেলেও কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে এর সম্পৃক্ততা নাকচ করে দিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানাচ্ছে, রবিবার ইস্ট এংগ্লিয়ার ৪০ বছর বয়সী একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগের দিনে শনিবার লেইসেস্টারের নিকটবর্তী কোভেন্ট্রি ও ওল্ডহাম শহর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া শুক্রবার ইস্ট এংগ্লিয়া থেকে ৩০ বছর বয়সী আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, একটি মার্কেটে এ বিস্ফোরণ ঘটনায় আগুন লেগে আশেপাশের দোকান আক্রান্ত হয়। এতে দুইতলা ভবনের মার্কেটটি পুরোপুরো ধসে পড়ে। এ ঘটনায় পাঁচ জন নিহত ও আরও পাঁচজন আহত হয়।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ