পাপুয়া নিউ গিনিতে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার পগেরার ১১১ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে এ ভূ-কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আজ সকালে জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ০।
এ ব্যাপারে রেডক্রস জানায়, ওই এলাকায় প্রধান কোনো শহর না থাকলেও ভূমিকম্পের উৎপত্ত্বিস্থলের ১শ’ কিলোমিটারের প্রায় ৬ লাখ ৭০ হাজারের বেশী লোকের বসবাস রয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে খবরে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি এ এলাকায় রিখটার স্কেলে ৭ দশমিক ৫ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এ ভূমিকম্প আঘাত হানলো। এরপর সেখানে আরও কয়েকদফা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ