'নতুন পাকিস্তানে'র স্বপ্ন সফল করতে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগকে (পিএমএল-এন) হারানোই প্রধান লক্ষ্য জানিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা এবং দেশটির বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, নওয়াজ শরিফের দলকে হারানো জন্য প্রয়োজন হলে পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন রফা করতেও প্রস্তুত রয়েছে পিটিআই। খবর- জিও নিউজ'র।
আগামী ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন। কিন্তু, কতটা প্রস্তুত ইমরানের দল? এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ৩ থেকে ৫ জুলাইয়ের মধ্যেই তার দল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে।
দলীয় ক্রোন্দল এখন অতীত জানিয়ে তিনি আরও বলেন, দলের টিকিট বণ্টন হয়েছে প্রার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করেই। স্বাভাবিকভাবেই সব ইচ্ছুক কর্মীকে টিকিট দেওয়া সম্ভব হয়নি।
নিজের ব্যক্তি জীবন নিয়ে 'রসালো গল্প' প্রসঙ্গে ইমরান খান বলেন, এজন্য বিরোধীদের সহায়ক হবেন তারই সাবেক স্ত্রী রেহম খানের প্রকাশ পেতে চলা বই। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। তার আস্থা রয়েছে পাক জনতার উপর।
পিটিআই প্রধান আরও জানান, তার দল ক্ষমতায় এলে দুর্নীতিতে রাশ টানতে প্রাদেশিক আইনসভা ও ন্যাশনাল অ্যাসম্বলিকে উন্নয়ন তহবিল দেওয়া বন্ধ করা হবে।
উল্লেখ্য, শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পিটিআই প্রধান ইমরান খান। এবারের নির্বাচনে বেনজির ভুট্টোর ছেলে লড়ছেন মোট দুটি কেন্দ্র থেকে (করাচির লিয়ারি এবং লারকানা)।
অন্যদিকে, পিটিআই প্রধান ইমরান লড়ছেন মোট ৫টি আসনে (ইসলামাবাদ, লাহোর, করাচি পূর্ব, মিয়ানওয়ালি এবং বান্নু)।
বিডি প্রতিদিন/এনায়েত করিম