থাইল্যান্ডে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযান ভারি বর্ষণের কারণে স্থগিত করা হয়েছে। দেশটির চিয়েং রেই প্রদেশের গভর্নর নারোংসাক ওসাতানাকর্ন জানান, বুধবার মার্কিন সামরিক বাহিনীর উদ্ধাকর্মীরাও ঘটনাস্থলে আসেন। কিন্তু বৃষ্টির কারণে তারা গুহায় ঢুকতে পারেনি।
গত শনিবার থেকে ১১-১৬ বছর বয়সী ১২ কিশোর ও তাদের ২৫ বছর বয়সী কোচ নিখোঁজ রয়েছেন।গুহার পাশে খেলোয়াড় ও কোচের সাইকেল পার্ক করা দেখেই তারা গুহুার ভেতরে প্রবেশ করেছেন বলে ধারণা করা হয়। থাইল্যান্ডের ওই গুহাটি পর্যটকদের কাছে বেশ বড় আকর্ষণ। কিন্তু বর্ষা মৌসুমে এতে প্রবেশ নিষিদ্ধ। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা