জাপানের দক্ষিণাঞ্চলের একটি ছোট দ্বীপে আগ্নেয়গিরি থেকে ব্যাপক অগ্ন্যুৎপাত ঘটেছে। বৃহস্পতিবার ৯টা ১৯ মিনিটে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইভস্ম ও ধোঁয়া অনেক উঁচুতে উঠে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে দেশটির আবহাওয়া সংস্থা জানায়, নতুন একটি সতর্কতবার্তা জারি করার পরপরই অগ্ন্যুৎপাত শুরু হয়।
সংস্থার আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত বিভাগের কর্মকর্তা জুন ফুজিমাৎসু বলেন, ‘গত বছর থেকে সেখানে অগ্নুৎপাত হচ্ছে। কিন্তু আজ সকালে অগ্ন্যুৎপাতের সতর্কতবার্তা জারি করার কারণ হচ্ছে সেখানে এর ব্যাপক প্রভাব পড়তে পারে।’
তিনি আরো বলেন, ‘আমরা তিন মাত্রার সতর্কতবার্তা জারি রেখেছি। এর মানে ওই এলাকায় জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। আগ্নেয়গিরিটির কয়েকটি জ্বালামুখ রয়েছে। এর আশপাশের দুই কিলোমিটার এলাকা বিপজ্জনক। তবে সর্বশেষ এই অগ্নুৎপাত পুরো দ্বীপে ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন