কলম্বিয়ার বোগোটায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বোগোটার পুলিশ অ্যাকাডেমির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দ্য ইন্ডিপেন্ডেন্ট-এ প্রকাশিত খবর থেকে জানা যায়, বৃহস্পতিবার কলম্বিয়ার রাজধানী বোগোটার পুলিশ অ্যাকাডেমির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে ৫ জন মারা যান এবং অনেকেই আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জঙ্গি হামলা মনে হলেও এখনও পর্যন্ত কোনো সংগঠন এর দায় স্বীকার করেনি।
প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে আশেপাশের বহু বাড়ির জানলার কাচও এর ফলে ভেঙে গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম