ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ন্যূনতম আয় নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ক্ষমতাই আমাদের থামিয়ে রাখতে পারবে না। আমি ১৫ লাখ রুপির প্রতিশ্রুতি দিতে পারবো না, কিন্তু আমি ন্যুনতম আয়ের প্রতিশ্রুতি দিতে পারি।
উড়িষ্যা সফরকালে এক শোভাযাত্রা রাহুল গান্ধী আরও বলেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই নিয়ন্ত্রণ করেন।
রাহুল আরও বলেন, ছত্রিশগড়ে গিয়ে কৃষকদের জিজ্ঞাসা করুন তারা ধান বিক্রি করে কত পায়। ২ হাজার ৫০০ রুপি। নবীন পট্টনায়েক আপনাদের কত দেয়? উড়িষ্যায় আমাদের সরকার ক্ষমতায় আসলে দুই ঘণ্টার মধ্যে আমরা ২ হাজার ৫০০ রুপি দিব। ক্ষমতায় থাকতে আপনাদের জন্য আমরা পঞ্চায়েত এক্সটেনশন টু দ্যা শিডিউলড এরিয়াস (পেসা) আইন পাশ করেছি। আমরা উপজাতিদের জমি ফিরিয়ে দিতে চাই। আমরা ছত্রিশগড়েও তাই করছি।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা