নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় তিন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও কোন কোন সংবাদমাধ্যম ছয় ভারতীয়র মৃত্যুর খবর জানাচ্ছে। তবে নিউজিল্যান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। এদিকে, তিন ভারতের তিন পরিবার তাদের স্বজনদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর কলকাতা টুয়েন্টিফোর।
এদিেকে, এই সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়। তারই জের ধরে ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ করছেন ক্রাইস্টচার্চবাসী। এরই মধ্যে এ ঘটনায় দেশটির অস্ত্র আইনে ব্যাপক পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। এদিকে হামলায় প্রধান অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে ২০ দিনের রিমান্ডে দিয়েছেন দেশটির আদালত।
থমকে থাকা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধায় যেন চলছে আতঙ্কের জাল ছেঁড়ার চেষ্টা। শনিবার ক্রাইস্টচার্চ পার্কে জড়ো হন শতশত মানুষ।
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। বলেন, হামলাকারী বৈধ অস্ত্র বহন করায় গুলি কিনতে সমস্যার মুখে পড়েনি। নিউজিল্যান্ডের অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যাপক পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।
জাসিন্দা আরডার্ন পরে দেশটির মুসলিম নেতাদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার