ঘানার কিনটামপো শহরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬০ জন নিহত হয়েছেন। বাস দুটিতে প্রায় ৫০ জন করে মোট ১০০ জনের মত যাত্রী ছিল।
দেশটির রাজধানী আকরা থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত কিনটামপো শহরের কিনটামপো-টেকিম্যান সড়কে শুক্রবার এ দুর্ঘটনাটি ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বাস দু’টির বেশীরভাগ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার