ফিনল্যান্ডে রাজধানী থেকে উত্তরে স্থানীয় বাজারে নির্বাচনী র্যালি চলাকালীন এক মন্ত্রীর ওপর অতর্কিতে আক্রমণ করে এক তরুণ। পরে অবশ্য নিজেকে তরুণের কাছ থেকে রক্ষা করতে সক্ষম হন ওই মন্ত্রী। এঘটনায় ওই তরুণকে তাৎক্ষণিক গ্রেফতার করে নিরাপত্তাকর্মীরা।
রবিবার দেশটির রাজধানী হেলসিংকিতে থেকে খানিকটা উত্তরে এক বাজারে নির্বাচনী র্যালিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ নাম না জানালেও দেশটির এক সংবাদ সংস্থার প্রকাশিত ছবিতে দেখা তরুণের আক্রমণের শিকার হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টিমো সোইনি।
রয়র্টার্স বলছে, মন্ত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটলেও দেশটির পুলিশ এমনকি স্থানীয় গণমাধ্যমেও এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। হেলসিংকিতে মন্ত্রীর ওপর হামলাকারীর কাছে কোনো অস্ত্র ছিল কি না সে বিষয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ বলছে, ‘আমাদের হাতে এখন পর্যন্ত যে তথ্য এসেছে তাতে জানা গেছে হেলসিংকির ভান্টা শহরের কোরসো নামক স্থানে ওই হামলার ঘটনা ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন